WhatsApp

About US

  • আসসালামু আলাইকুম,
  • টিম ম্যাংগো লাভারস এর পথ চলা শুরু ৭-৮ বছর আগে আম কেন্দ্রিক। আলহামদুলিল্লাহ, যাদের হাত ধরে নির্ভেজাল ও কার্বাইড মুক্ত আমি পথ চলা শুরু, ম্যাংগো লাভারস তাদের মধ্যে অন্যতম।
  • উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করার লক্ষ্যে নিজস্ব মালিকানায় নওগাঁর সাপাহারে আমাদের ৩৩ বিঘা জমি রয়েছে। যা নিশ্চিত করতে সাহায্য করে আমাদের গার্ডেনফ্রেশ ও কার্বাইড মুক্ত আম।
  • পরবর্তীতে গ্রাহক পর্যায়ে চাহিদার কথা বিবেচনা করে, আমাদের পন্য তালিকার সংযোজন হয় বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট। টিম ম্যাংগো লাভারস এই দীর্ঘ পথ চলায়, গ্রাহক সন্তুষ্টি ও সর্বোচ্চ মানের সেবা প্রধান করাই আমাদের প্রধান লক্ষ্য থাকে।

আমাদের পরিচালক
ওমর ফারুক রায়হান
চেয়ারম্যান, টি আর গ্রুপ।

আসিফ মাহমুদ
পরিচালক, টি আর গ্রুপ।

আবু বকর হাসান
পরিচালক টি আর গ্রুপ।

ইসতিয়াক হোসেন
পরিচালক, টি আর গ্রুপ।